প্রথম যেদিন দেখা হলো
তোমার- আমার,
মনে আছে?
আর পরদিন রেস্টুরেন্টে
কেমন করে আমরা দু'জন
ফ্যালফেলিয়ে তাকিয়ে আছি-
হাসছি ভীষণ,
তুমি- আমি মুখোমুখি।
তারপর সেই করিডোরে
কিংবা সবুজ ঘাসের ওপর
সবাই যখন ব্যস্ত তখন,
তুমি আমায় চিঠি দিলে-
"আপনি কোথায়?
আপনাকে আজ দেখছি না যে!"
আমার দু'চোখ তোমায় খোঁজে
লুকিয়ে থেকে সবার মাঝে
আমরা দু'জন হেসেই মরি,
কী আশ্চর্য! হচ্ছেটা কী?
সে কে আমার?
এমন কেন লাগছে মনে,
বলছে কেন মনটা শুধু
মানুষটা তোর বড্ড আপন!
ছেড়েছুড়ে যাসনে কোথাও,
হারিয়ে যেতে দিস না তাকে।
আচ্ছা শোনো,
তোমার সেদিন মাথায় ব্যামো।
দিনের শেষে ক্লান্ত আমি
হঠাৎ বলি, "সঙ্গে যাবে?"
তুমি কেমন আমার কাছে
হন্যে হয়ে এলে ছুটে,
"কোথায় নেবেন?"
"ভরসা করো?"
তুমি হেসে দোলাও মাথা
আমি বলি, "তবে চলো,
একটু ভরসা করেই দেখো?"
তখন ছিলো বসন্তকাল
কৃষ্ণচূড়া ফুলের কুড়ি
দিচ্ছে উঁকি শীতের শেষে।
তুমি আমি পাহাড়চূড়োয়
সূর্য ডোবে- কী মায়াময়!
আকাশ সাগর যেথায় মেলে।
আমি তখন তোমায় দেখি
তোমার চোখের গভীরতায়
আমি হারাই, আরো হারাই,
মনে আছে? ফিরতি পথে
কেমন কেমন চান্নিপসর
দেখলে তুমি পাহাড় থেকে।
কিংবা যেদিন,
আমি তুমি হাঁটছি অনেক
অনেকটা পথ,
ইচ্ছে হলো, তোমার হাতটা ধরি
শক্ত করে... এই একটাবার।
আমরা শুধু হেঁটেই গেলাম
এই পথের যেন শেষটা না পাই,
শেষটা না পাই, শেষটা না পাই।
তুমিই বলো, ওই রেল স্টেশনটা
গল্প জানে কত শত...
তোমার- আমার।
এই স্টেশনের প্লাটফর্মে
আমায় তুমি বলেছিলে,
"আমায় আপনার সঙ্গে নেবেন?
খুব কিছু না, আমায় শুধু
একটুখানি জায়গা দেবেন।"
আমি তখন বলেছিলাম,
"তোমায় ছেড়ে যাবো কোথায়?
তোমায় ছাড়া কোথাও গিয়ে
নিজের মানুষ পাবো সেথায়?
তুমিই বলো..."
অমন পাগল ছিলে তুমি!
এই লক্ষীটি, শুনতে পাচ্ছো
আমার কথা?
সেদিন কেমন সন্ধ্যাতারা
মুগ্ধ হয়ে দেখেছিলো
আমার কাঁধে মাথা রেখে
ব্যাকুল হয়ে কাঁদছো তুমি।
জোনাই পোকা সুর বেঁধেছে
ভালোবাসি, ভালোবাসি!
সেদিন যখন বসন্তকাল
শেষের পথে
সাহস করে বলি আমি,
"কন্যা, তুমি আমার হবে?"
তুমি তখন কাঁপা গলায়
বললে কেমন নির্ভরতায়,
"আমার কাঁদার জায়গা হবে?
একটা শক্ত কাঁধ কি দেবে?"
সেদিন পুরো শহর ঘুরি
অবাক চোখে আকাশ দেখি
তুমি আমার, আমি তোমার!
এ সুখ এত তীব্র কেন?
আমায় শুধু তোমার কাছে
থাকতে দিও
তোমার বাড়ির উঠোনকোণে
একটুখানি জায়গা দিও,
উড়কি ধানের মুড়কি দিও
তালের পাখার বাতাস দিও।
তাতেই হবে।
এই যুদ্ধটা শেষ হয়ে যাক
আমরা আবার দেখবো আকাশ
এই যুদ্ধটা শেষ হয়ে যাক
আমার কাঁধে রেখো মাথা
কেঁদো আবার ব্যাকুল হয়ে
নাহয় হেসো খিলখিলিয়ে,
এই যুদ্ধটা শেষ হয়ে যাক
আমার তোমার দেখা হবে,
হাত দু'টো খুব শক্ত করে
আঁকড়ে ধরে বলবো সেদিন,
"তুমি আমার সঙ্গে যাবে...
আমার দেশে? আমার খুব আপন হয়ে
আমার একার মানুষ হয়ে?"
😮😮😮
Replyএটা কবিতা নয়-কাব্য বলে একে। পুরো উপন্যাস ছোট আকারে লেখা।
Replyধন্যবাদ!
Replyআপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ! দোয়া কাম্য।
Replyপ্রতি উত্তরে ধন্যবাদ। সবগুলো লেখা পড়বো আজ রাতে।
Replyছোটখাটো একজন লেখক হবার চেষ্টা করতে থাকা মানুষ হিসেবে অনেক বড় প্রাপ্তি আপু!
Replyঅনেক বড় একটা কবিতা কিন্তু সুন্দর।
Replyধন্যবাদ!
Reply