বন্ধু আমার..............................নাজমুল জুবায়ের (সেরা অনুগল্প)

কেমন আছ প্রিয়,

মাত্র ২৪ টা পূর্নিমা তিথিতে তোমার সাথে আমার দেখা হয়েছে কথা হয়েছে। বাকি দিনগুলো আমাবস্যার রাতের মতোই আমার কাছে অন্ধকার ছিল। অন্ধকারে তোমাকে খুজতে খুজতে কখন যে অন্ধকার ই আমার কাছে প্রিয় হয়ে উঠেছে তা জানা নেই। যে জগতে তোমার বিচরণ সেই জগতে আমি নেই, যে জগতে আমার বিচরণ সেই জগতে তুমি নেই। অথচ পূর্নিমা তিথি আসলেই আমার জগতে তোমার আনাগোনা। ব্যাপারটা যে ইলিউশনস তা আমি জেনেও না জেনে থাকি। তবে আমি এটাও জানি যে এটাকে বলা হয় Self created Reality যেখানে তুমি না থাকা সত্তেও মনে হবে এইত তুমি আমার পাশেই। একটি বছর হয়ে গেল অচিনপুরে তোমার। ওয়াও ট্রিট কি দিবে না নাকি?
সেইদিনটাও ছিল বৃহস্পতিবার। ঘড়ির কাঁটায় ১টা ছুই ছুই, এমন সময়ে অচেনা নাম্বার থেকে কল এসে জানান দিল যে চন্দ্রলোকের অচিনপুরে তুমি আমাকে না জানিয়েই চলে গেছ। তুমি তো দেখি ভারি দুষ্ট একটাবার বল্লেও তো পারতে হাসপাতালে এসে আমাকে দেখে যাও,আমি না হয় তোমার উপর অভিমান করেছিলাম কিন্তু তুমি আমাকে বললে না কেন তুমি লাস্ট স্টেজে আছ?
আমাকে না বলে চলে যাওয়ার প্ল্যান করেছিলে বুঝতে পেরেছি।
বাহ রে তোমার অনেক কথাই তো দেখি এখন সত্যি, তুমি বলেছিলে আমার কোন প্রকৃত বন্ধু থাকবে না তাই হচ্ছে দেখি। সবাই মনে করেছে আমি তোমাকে ভুলে গেছি, কিন্তু তারা তো জানে না পূর্নচাদের দিনে তোমার আমার দেখা হয়, বকুল তলায় তোমার কাধে মাথা রেখে সারারাত গল্প হয়।
আচ্ছা তাড়াতাড়ি একটা সিমকার্ড নিয়ে নাও না ওখানকার, তারপর আমাকে রোজ রাতে কল দিবে আমি নির্ঘুম রাত তোমার সাথে কথা বলব।
ধ্যাত আজকে তোমাকে আর কিছু বলতে পারতেছি না, বড্ড ঘুম পাচ্ছে। আচ্ছা শোন সামনের পূর্নিমায় আসবে কি?
আসলে আমাকে বলে যেও কিন্তু আমি কবে আসতে পারব তোমাদের চন্দ্রলোকের অচিনপুরে।এই জগতে না আমার আর ভালো লাগতেছে না। সবাই কেমন যেন পর হয়ে যাচ্ছে। আমি কারো চেহারা চিনতে পারতেছি না, মনে হচ্ছে চোখের সামনে কিসের যেন একটা পর্দা টানানো। তবে এবার আসলে কিন্তু আমাকে নিয়ে যেতেই হবে তা না হলে কিন্তু আমি রাগ করব। তোমার হাতটি ধরে কোন এক অন্ধকার রাতে আমিও চলে আসব অচিনপুরে। কেউ আর এই জগতে আমাকে খুঁজে পাবে না।
আচ্ছা আমি তৈরি হয়ে থাকব। এখন তবে একটু ঘুমুতে যাই।
ভালো থেকো বন্ধু।



শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট
তারিন সুমায়রা, মালিবাগ, ঢাকা
October 4, 2020 at 9:57 AM

খূব সুন্দর হয়েছে গল্পটা।

Reply
avatar