ছেয়ে গেছে সমস্ত এ প্রহর;
ভোরের শহরে আমার এ প্রস্থান,
আজ মেনে নাও- প্রিয় চায়ের কাপ,
নতুন কাগজ আর
বেওয়ারিশ কুকুর।
প্রেমহীন এ নগরে আমি আজ মরেছি;
প্রণয়দন্ডে জীবন্ত দাহ হয়েছে আমার অস্তিত্বে বাঁচা ও ঘর।
নিরব আত্মহত্যার নামে ঘটে যাওয়া হত্যাকান্ডে
একটুকরো সাদা মেঘ বৃষ্টি হয়ে ঝরছে সারাদিন।
একই আকাশের নিচে তবু
বিষাদের উৎসবে তোমাদের প্রেম আসে গভীর।
একবুক রক্ত দিয়ে কতোটুকু বেদনা হয়?
একই আকাশের নিচে আছি তবু;
শাসনের গোলচক্রে এখানে কেউবা শাসক
আর কেউবা মানুষ।
দারুন হয়েছে,একবারে বাস্তব
Replyভালোবাসা জানবেন, প্রিয়।
Reply"শাসনে যতই বাঁধো,আছে বল দুর্বলেরও"
Reply