পাহাড়ি গ্রাম নাকো.................সেমন্তী ঘোষ


...একি রহস্য ,একি আনন্দ রাশি!
জেনেছি তাহারে,পাই নি তবুও পেয়ে
তবু সে সহজে প্রাণে উঠে নিশ্বাসি,
তবু সে সরল যেন রে সরল হাসি।
পুরনো সে যেনএই ধরনের চেয়ে...

প্রকৃতি কখনো অধরা,কখনো ছলনাময়ী,কখনো মরীচিকা আবার কখনো মায়ামৃগ।একদিকে তার বিপুল সম্ভাব্য রাশি,অন্যদিকে সেই প্রকৃতিই আবার অমানিশা প্রলয়হারিনী।পাহাড়িয়া সুরে তার রোদ মেঘেদের খেলা,শ্বেতশুভ্র শিখর রাশিতে স্বর্ণালি আভা,অরণ্যের মাঝে বুগিয়ালী স্বপ্নসুখ আর নির্জন সাগরে উদাসী প্রেমের সুর।
ভারতবর্ষের উত্তর পূর্বভাগে হিমালয় পর্বতের উপরে অবস্থিত হিমাচল প্রদেশ রাজ্যের কিন্নর জেলার অন্তর্গত একটি ছোট্ট সুন্দর পাহাড়ি গ্রাম নাকো। সামান্য কিছু বাড়ি,তিনটি ছোট এবং একটি বড় মনাস্ট্রি ও নাকো লেক কে কেন্দ্র করে গড়ে উঠেছে নাকো গ্রাম। হিমালয় পর্বতের 12,014ফুট উচ্চতায় ইন্দো চায়না বর্ডারে নাকো অবস্থিত। কিন্নর জেলার পূর্ব দিকে পু মহকুমার অন্তর্গত নাকোর জনসংখ্যা 2011 সালের জনগণনা অনুযায়ী 572 জন।কল্পা থেকে নাকোর দূরত্ব আনুমানিক 117 কিলোমিটার।কল্পা থেকে কাজা যাওয়ার প্রধান সড়ক পথ থেকে 7 কিলোমিটার ভিতরে এই নাকো গ্রাম। এখানে মূলত বৌদ্ধ ধর্মালম্বীদের বাস।চোখে পড়বে মাঝে মাঝে বেশ কিছু আপেল চাষ। দূর শৃঙ্গরাজি আর লেকের জলে পাহাড়- আকাশের ছায়া এখানে অকল্পনীয় সৌন্দর্য রচনা করেছে।
 প্রথম মনাস্ট্রিটি আকৃতিতে বড়। সেখানে একটি ধ্যানমগ্ন বৌদ্ধ মূর্তি রয়েছে। সাথে রয়েছেন লামাদের জন্য প্রার্থনা গৃহ।মনাস্ট্রির সামনে গাড়ি রাখার জায়গা রয়েছে,সেখানে গাড়ি রেখে গলির মধ্যে দিয়ে হেঁটে গেলে পাথর মাটি দিয়ে তৈরি করা বাসগৃহ আর আপেল গাছ দেখা যায়। এখানকার মূল আকর্ষণ নাকো লেক।ছোট্ট কিন্তু অপরিসীম সৌন্দর্যে পরিপূর্ণ এই লেক।লেক টিকে বেষ্টন করে রয়েছে উইলো আর পপলার গাছের সারি।পায়ের চিহ্ন আকারে এই লেক স্থানীয় মানুষদের কাছে 'পবিত্র ভগবানের দান'।নির্মল আকাশ তটে লেকের নীলাভ জলে দূরের বরফাচ্ছাদিত শৃঙ্গরাজি আর উইলো,পপলার গাছের ছায়া সুনিবিড় স্মৃতিপট তৈরি করে। যেন ক্যানভাসে আঁকা রং তুলির ছবি। অপার সৌন্দর্যে পরিপূর্ণ এই লেকের জল সারা বছরই একরকম থাকে। লেকের অপরপ্রান্তে শৃঙ্গগুলির পিছনেই তিব্বতের গ্রাম।শীতল হাওয়ায় এই লেকের ধারে দাঁড়িয়ে মন হারিয়ে যায় কোন সুদূরে।
 নৈসর্গিক সৌন্দর্যে মোড়া পাহাড় জলে সবুজ নীলাভ মিতালী নাকোকে আকর্ষণের কেন্দ্রবিন্দু করে তোলে। সবুজ নীলের সেই আলিঙ্গন দৃশ্য ক্যামেরাবন্দি হয়ে থাকে মন ক্যামেরায়।বিশ্বসংসারে অনন্ত ক্যানভাসে সেই রঙ আনে শুষ্কতার মাঝে পূর্ণতা। কল্লোলিনীর নীরবতা পৌঁছে দেয় এক অনন্ত অমৃতলোকে। স্বপ্ন বাস্তবতার অপূর্ব মেলবন্ধনে মন হারায় বন পাহাড়ের সেই অসীম সীমায় মাঝে মাঝে ভেসে আসা মেঘ গুলো ঘিরে ধরে আমাদের।। রোদ মেঘেদের খেলায় সোনা রাশি রাশি পাহাড় গুলো এক অনির্বচনীয় কল্পকথা তৈরি করে।জীবনের আঙিনায় হৃদয়ের পেলবতায় অমরগাথা হয়ে থাকে প্রকৃতি পর্যবেক্ষণের সেসব সুখকর স্মৃতি -

"...তোমারেই যেন ভালোবাসিয়াছি
শতরূপে শতবার।
জনমে জনমে যুগে যুগে অনিবার।......."

চিত্র: পৃথ্বীশ।

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট
সুমন তালুকদার
October 16, 2020 at 9:15 AM

দারুণ দারুন দিদি। রূপালী পাতায় আপনার লেখা অত্যন্ত প্রানবন্ত লাগে।

Reply
avatar
October 16, 2020 at 12:20 PM

অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাদের সাথে থাকুন।

Reply
avatar
October 20, 2020 at 11:52 PM

নেকো কি কোনো জায়গার নাম? বাহ, এখানে নেকো মানে খাদক। মানে যে বেশী বেশী খায়। কোনো নাম আবার কারো ক্ষেত্রে বিশ্নয়কর।

Reply
avatar
October 21, 2020 at 12:13 AM

নাকো।Nako।হিমাচল প্রদেশের একটি গ্রাম।ধন্যবাদ দিদি।

Reply
avatar
Anonymous
October 21, 2020 at 11:25 PM

ভাল হয়েছে লেখা। আরও ছবি দেয়া যেত

Reply
avatar
October 22, 2020 at 1:52 PM

Hain monestry ar gram tir....poroborti lekhae nischoi debo..

Reply
avatar