রূপালী পাতা সম্পর্কে

রূপালী পাতা ছিল একটি ব্লগের নাম। সেটিও ব্লগস্পটের একটি ব্লগ ছিল। বলতে গেলে আমার নিজস্ব লেখাগুলোই আমি পোস্ট করতাম সেখানে। সেই ব্লগের বয়স কম করেও আট বছর হবে। সেখানে ভিজিটরদের আনাগোনাও ছিল যথেষ্ঠ। পরে চিন্তা হলো একটি অনলাইন ম্যাগাজিন করার যেখানে অন্যরা লিখতে পারবে যেভাবে ম্যাগাজিনে একজন লেখা পাঠায় ঠিক সেভাবে। তাই অনলাইন রূপালী পাতা করার ইচ্ছা হলো। পরবর্তীতে পরিপূর্নভাবে একটি মাসিক প্রিন্টেড পত্রিকা করার চিন্তাভাবনা রয়েছে। প্রিন্টেড ম্যাগাজিনে খুব তাড়াতাড়িই আসতে চাইছি কেননা আমাদের বিজ্ঞাপনদাতা সংস্থাগুলো বলছে প্রিন্টেড বা একটি স্বয়ংসম্পুর্ন ম্যাগাজিন হিসাবে আত্মপ্রকাশ করার জন্য। রূপালী পাতা ঈদ সংখ্যা ২০২০ নামে প্রথম ই ম্যাগ হিসাবেই আত্মপ্রকাশ করলাম আমরা। যদি ভালো লাগে প্রতিদিন লেখা পাঠাবার আমন্ত্রন রইলো। ভালো লেখা হলে সেটা গল্প কবিতা কৌতুক বা ভ্রমনকাহিনী যাই হোকনা কেন আমরা এই ম্যাগাজিনের অনলাইন ভার্সনে দিয়ে দেব। লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইলে লেখা পাঠিয়ে দিন। এটাচড মেইল করবেন না। সরাসরি মেইলে লিখুন বা মেইলে লেখাটি ইউনিকোড আকারে পোস্ট করুন। যদি মাইক্রোসফট ডক বা ডকএকস আকারে থাকে তবে তাই পেস্ট করে পাঠান। ইমেইলে লেখা পাঠানোর ঠিকানা rupalipatamagazine@gmail.com 
অথবা আপনি আমাদের যোগাযোগ বাটনটি টিপে অনলাইন ফর্মটি পুরন করে লেখা পাঠাতে পারেন। খুব চমতকার একটি যোগাযোগ ফর্ম পাবেন সেখানে। ইচ্ছে করলে সেখানে আপনার যে কোন ধরনের ফাইল আপলোড করে পাঠাতে পারেন আমাদের।
অথবা আমার ফেসবুক প্রোফাইলে গিয়ে কোন তথ্য জানার থাকলে মেসেজ দিতে পারেন। আমার ফেসবুক ঠিকানা https://www.facebook.com/tuhin.rahman.3152

        তুহিন রহমান
        সম্পাদক
        রূপালী পাতা ম্যাগাজিন

Anonymous
July 21, 2020 at 1:55 PM

অনেক অনেক বই পড়েছি আপনার। সেই ১৯৯০ সাল থেকে আপনার লাভস্টোরী পড়া শুরু। আমি লাভস্টোরীই বলব কেননা আমি ওগুলোর ভক্ত ছিলাম। সেবা রোমান্টিকের গল্পগুলোতে থ্রিল ছিল কিন্তু আপনার গল্পে বা উপন্যাসে আমি প্রকৃত প্রেমটাকে খুঁজে পেতাম। প্রেম তেমনই হওয়া উচিত ছিল। তাই আপনার গল্প উপন্যাস পড়ে আমার নিজেরই খুব প্রেম করতে ইচ্ছে করত কিন্তু বাস্তবে হত উল্টো। সে যাই হোক, আপনার তুমি অনন্যা পড়ে আমি দু তিন দিন স্তব্দ হয়ে বসেছিলাম। আর তৃনাকেই ভাবছিলাম আর একটা সুগন্ধ ছিল আমার মন জুড়ে। আমি আছি রূপালী পাতার সাথে এবং থাকবো, হয়তঃ আপনার গল্প পড়ার লোভেই। বেশী করে লাভস্টোরী লিখবেন। ভালবাসা নিবেন।

বন্যা, মনিপুরিপাড়া, ঢাকা।
bonna4rmmon19@gmail.com

Reply
avatar
প্রিয়ন্তি রহমান, টাঙ্গাইল
November 3, 2020 at 10:15 AM

তুমি আমার ভালবাসা প্রিয় লেখক।

Reply
avatar