যেতে যেতে পথে....................সেমন্তী ঘোষ (কোলকাতা)

থ। মাত্র দুটো শব্দের মধ্যে ঘেরা কত রহস্য। মুক্তধারার অভিজিৎ যেমন বাঁধ ভেঙে বাঁধের জলে ভেসে গিয়ে শিবতরাই এর পথে জলের আশ্বাস এনে দিয়েছিল;তেমনি অপু ও দুর্গা পথেই খুঁজে পেয়েছিল জীবনের অনন্ত রহস্য।অশোক এনেছিলেন 'ধম্মের' পথে শান্তি,আবার পথিক খুঁজে পান পথের মাঝে তার ঠিকানা। কখনো হাজারো চিঠির বোঝা কাঁধে রানার ছুটে যায় এই পথে,আবার কখনও সেই পথ ধরেই চলে আন্তর্জাতিক বাণিজ্যের লেনদেন।শুধু মানব জাতি নয় পশুদের রয়েছে অবাধ বিচরণের পথ। গহীন বনের পথ। এক বন থেকে আরেক বনে যাওয়ার পথ। পথেই আনন্দ,পথেই আহ্লাদ, পথেই শান্তি:

"পথ বেঁধে দেয় বন্ধনহীন গ্রন্থি 
আমরা দুজন চলতি হাওয়ার পন্থী" 

যতবার উত্তরবঙ্গে এসেছি এই পথ আমায় আকর্ষণ করেছে তার রূপের খনি সাজিয়ে।গরুমারা থেকে জলদাপাড়া যাওয়ার সময় দেখেছি নির্জনতম মগ্ন পথের চকিত রূপকথা।জলদাপাড়া যাওয়ার পথে 31 নম্বর জাতীয় সড়কে খুনিয়া মোড় প্রকৃতির নেশায় সেখানে আদিমতার গন্ধ। গাছে গাছে শব্দ সমুদ্র তরঙ্গ তুলে জানিয়েছে প্রকৃতির আহ্বান।আকাশ-ছাওয়া গাছের তলে নিজেকে কখনো অসহায় লেগেছে আবার কখনও নতুন করে আবিষ্কার করেছি।কখনো আবার নিঝুম রাতের অন্ধকারে ঝিকিমিকি জোনাকি পথকে আলোকিত করে তুলেছে।
কিন্তু এত রূপের মহিমায় আচ্ছাদিত পথকে আমরাই দখল করে ফেলেছি তাই প্রকৃতির আপন সন্তানদের জীবন আজ বিপন্ন। নিজের খেয়ালে চলতে গিয়ে কখনো গাড়ির ধাক্কায় তাদের প্রাণনাশ হচ্ছে আবার কখনো সহজাত স্বভাব এ তারাই আক্রমণ করছে যানবাহনকে। 

শুধু তাই নয় গরুমারা ফরেস্ট এর বুক চিরে ন‍্যাওড়া নদীর উপর দিয়ে চলে গেছে এক রেললাইন। অরণ্য প্রকৃতির ধ্বংস করে প্রায় নির্মিত বিশালাকার ফ্লাইওভার। তবুও পশুদের বিচরণের নির্দিষ্ট পথ তো গভীর অরণ্যই। 
তাই যাতায়াতের পথে প্রকৃতির অঙ্গনে বোধের পালা আর হিমেল হাওয়ার মাঝে বেশ কয়েকবার ঘটেছে বাইসান,হরিণ,হাতির পালের সাথে অযাচিত সাক্ষাৎ..........











ছবি কপিরাইটঃ পৃথ্বীশ

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট
Anonymous
October 13, 2020 at 9:40 PM

খুব ভা‌লো লাগ‌লো ত‌বে শুরু‌তেই ছোট্ট একটা ধাক্কা খেলাম। হয়‌তো ক‌ম্পোজভ্রম! পথ। মাত্র দু'‌টি শব্দ নয় বরং দু'টি বর্ণ হ‌লে ভা‌লো হ‌তো।

Reply
avatar
October 13, 2020 at 10:11 PM

মূল্যবান মতামত।ধন্যবাদ।অবশ্যই বর্ণ হলে ভালো হতো। কিন্তু আমি একটি আমাদের পথ এবং বন্যপ্রাণীর একটি পথ।ঠিক ব্যাকরণগত নয়।সাহিত্যের দিক দিয়ে লিখেছিলাম।

Reply
avatar
October 13, 2020 at 10:12 PM

মূল্যবান মতামত।ধন্যবাদ।অবশ্যই বর্ণ হলে ভালো হতো। কিন্তু আমি একটি আমাদের পথ এবং বন্যপ্রাণীর একটি পথ।ঠিক ব্যাকরণগত নয়।সাহিত্যের দিক দিয়ে লিখেছিলাম।

Reply
avatar
Anonymous
October 13, 2020 at 10:32 PM

ও আচ্ছা

Reply
avatar
October 13, 2020 at 11:02 PM

গল্পটা বা বর্ননাটা আরও বড় হলে উপভোগ্য হত। আমরা তো অত জায়গা ঘুরতে পারব না। পড়েই উপভোগ।

Reply
avatar
October 13, 2020 at 11:19 PM

Poroborti somoye abbosoi mone rakhbo...ebong details e likhbo..thank you for your valuable comments..

Reply
avatar
October 13, 2020 at 11:31 PM

ঠিক এমনিভাবে যদি পুরো ভারতের বর্ননা পেতাম তবে খুবই উপকৃত হতাম দিদি। আপনার লেখা সমাদৃত হোক এই কামনা করি। সাইফুল ইসলাম, ৩২ এলিফ্যান্ট রোড, ঢাকা

Reply
avatar
October 13, 2020 at 11:39 PM

বেশ সংক্ষিপ্ত ভ্রমন

Reply
avatar
October 13, 2020 at 11:41 PM

Asonkhyo Dhanyobad...chesta korbo amar moto kore barnana dewar bes kichu jaygar...

Reply
avatar
October 13, 2020 at 11:43 PM

Alper modhye futie tolar chesta korlam...poroborti somoye abbosoi details debo aro...asankhyo dhanyobad...sabai evabei rupali patar sathe thakun...

Reply
avatar
October 14, 2020 at 12:20 AM

I am really hurt when you said a flyover was going to be constructed over Jaldapa.....so destructive plan indeed. I just do not support it.

Reply
avatar
সুরেশ ভদ্র, বিবাদি বাগ, কোলকাতা
October 14, 2020 at 12:42 AM

গরুমারা তো বাঘের সর্গরাজ্য। শুনেছি সাধারন কাউকে ঢুকতে দেয়না ওরা। আমি যাইনি,তবে আমার মাসির কাছে গল্প শুনেছি।

Reply
avatar
October 14, 2020 at 10:48 AM

Gorumara e 5ta watch tower ache..safari hoye..tourist allow..
Bagh dekhte paben ki janina mayur,byson,hati,horin,gonder er dekha milbe...vagyo sahaye hole rasta teo hatir dekha pete paren

Reply
avatar
সুরেশ ভদ্র, বিবাদি বাগ, কোলকাতা
October 15, 2020 at 1:01 AM

ওহ তাই নাকি? তো ওগুলো আক্রমন করেনা? আমি না বাঘ খুব ভয় পাই দিদি।

Reply
avatar
October 15, 2020 at 10:21 AM

ছবিসমূহ অত্যন্ত প্রানবন্ত, লেখা শক্তিশালী।

Reply
avatar
October 15, 2020 at 11:17 AM

না guide যান সাথে।তবে সাবধানতা অবলম্বন করা ভালো।

Reply
avatar
October 15, 2020 at 11:18 AM

অসংখ্য ধন্যবাদ।

Reply
avatar