দয়ার সাগর বিদ্যাসাগর
জ্বলন্ত এক নাম,
নারীমুক্তির প্রতীক তিনি
অনন্য এক সংগ্রাম ।।
স্বামীহারা নারী, লাঞ্ছিতা সমাজে
বিবাহ ছিল শুধু খেলা,
নারীর প্রাপ্তি অবজ্ঞা অনাদর
করেছিলে তুমি দূর, হে, বিদ্যাসাগর ।।
স্ত্রী শিক্ষার দ্বার খুলেছিলে তুমি
বাংলা ভাষার মধু করেছিলে দান,
সমাজের সংস্কারক, মাতৃভক্ত মহান বিদ্যাসাগর
ভোলো নি নারীর, দুঃখ অপমান ।।
শাস্ত্রমতে ‘বিদ্যা দদাতি বিনয়ম’
বিনয় ছিল তোমার ভূষণ,
তোমার আদর্শ হোক মানবের মন্ত্র
বিধবা বিবাহ আইন করেছ প্রচলন।।
প্রাতঃস্মরণীয় তুমি, হে মহাজীবন
দ্বিশতবর্ষে তোমায় জানাই প্রণাম,
তোমার তুলনা তুমিই যে শুধু
শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আজ ধন্য হলাম ।।
বিদ্যাসাগর আমার প্রিয় মানুষ কারন তিনি অনেক কিছু পরিবর্তন করেছিলেন ভারতবর্ষে। আপনার কবিতাটা চমৎকার হয়েছে বেশ।
Replyঅনুরাধা সরকার
কোলকাতা