পৃথিবীর সব ভূখণ্ডে
এইখানে -
এখুনি।
আমরা রয়ে গেছি উত্তরসূরি হয়ে
রয়ে গেছি ক'জন মিলেমিশে।
ঢের পথ আছে বাকি এখনো - এইখানে
শ্যামল - ধূসর - বালুকাময়;
আমরা রয়ে গেছি উত্তরসূরি হয়ে
রয়ে গেছি ক'জন বেদনার নীড়ে
এক নক্ষত্রের নিচে।
অথচ আমাদের কত ব্যবধান
কতটা পথ রয়েছে বাকি
চিনি নাকো কিছু, জানি নাকো আর
বিপুলা এ পৃথিবী, বিস্ময় কত, কে আছে কার!
খুব সুন্দর কবিতার অর্থ। যে বোঝে তার জন্য অনেক। যে বোঝেনা তার কাছে এ এক ছোট্ট কবিতা মাত্র।
Replyরিমি, মিরপুর ২
আপনার মনা চোর সুন্দর লেগেছিল কিন্তু কমেন্ট করার সময় লেখাটা আর খুঁজে পেলাম না। তাই কবিতাটায় কমেন্ট করলাম। আপনার লেখার বিষয়বস্তু অনেক ভাল। এমন লেখা আরও চাই।
Replyমারুফ হোসেন,
৮ নং সাকির আলী চৌধুরী লেন
টাঙ্গাইল সদর
বাংলাদেশ।
রিমি,
Replyভালোবাসা নেবেন।
বস্তুত আমি এই নামে একটা উপন্যাস লিখছি। যা আগামী বইমেলায় প্রকাশিত হবে।
সেখানে এই কবিতার ৪ লাইন থাকবে।
কবিতাটি মূলত উপন্যাসের ভাববস্তু থেকে লেখার চেষ্টা।
ধন্যবাদ।
জনাব,
Replyমারুফ হোসেন।
ভালোবাসা নেবেন।
আপনাদের এই অনুপ্রেরণা টুকু আরো দূরে যেতে স্বপ্ন দেখায়। আরো লিখতে। আরো বলতে।
জানিয়ে রাখছি যে,এক নক্ষত্রের নিচে - নামে আমার দ্বিতীয় উপন্যাস প্রকাশিতব্য। পাশে থাকবেন আশা করি।
ধন্যবাদ।
কমেন্ট করলে নাম আসেনা এটাই দুখজনক। কবিতাটা ভাল লেগেছে এটা বলতে কমেন্ট করলাম।
Replyশুক্কুর আহমেদ, পুর্বনাসিরাবাদ
জনাব,শুক্কুর আহমেদ।
Replyভালোবাসা নেবেন।
ভালো থাকুন সবসময়।
~আশিকুর রহমান বিশ্বাস
যশোর।
ধন্যবাদ আশিক ভাই। আমি বলেছিলাম কমেন্ট করলে নামই দেখা যায়না। এননেমাস আসে, তাই সমস্যাটা সমাধান করলে যারা কমেন্ট করছেন তাদের ছবিসব নাম দেখা যাইতে।
Replyশুক্কুর আহমেদ
দারুন হয়েছে কবিতাটা-রশিদ
Replyঅনেক ধন্যবাদ।
Reply~আশিকুর