নিষিদ্ধ দিনলিপি (বুক রিভিউ)..............................মৌরী হক দোলা

বই: নিষিদ্ধ দিনলিপি
লেখিকা: জেসমিন চৌধুরী
প্রকাশনা: শব্দশৈলী
প্রচ্ছদ:সোহেল আনাম
মূল্য ৩০০ টাকা

মোট ঊনচল্লিশটি লেখা নিয়ে সংকলিত হয়েছে জেসমিন চৌধুরীর ‘নিষিদ্ধ দিনলিপি’।
এসব লেখায় আছে ব্যক্তিগত অভিজ্ঞতার বিবরণ, আছে নারীর সামাজিক অবস্থানের তীক্ষ্ম বিশ্লেষণ, আছে নানা উপকরণে সজ্জিত সমাজ ব্যবস্থার নানাআঙ্গিক।লেখাগুলো আমাকে ভাল লাগার আনন্দ দিয়েছে।...

থাসাহিত্যিক সেলিনা হোসেন ‘নিষিদ্ধ দিনলিপি’ বইয়ের ভূমিকা এই কথাগুলো দিয়েই শুরু করেছেন। বইটির উপর পর্যালোচনা লিখতে গিয়ে আমার মনে হলো বইটির মূল বিষয়বস্তু ব্যক্ত করার জন্য এই তিনটি বাক্যই যথেষ্ট উপযুক্ত।
বছরখানেক আগে বাতিঘর থেকে বই কিনে চলে আসার পথে আমার নজর কেড়েছিল লাল-কালো মলাটের একটি বই। প্রচ্ছদে লাল হরফে বড় বড় করে লেখা ‘নিষিদ্ধ দিনলিপি’। মানুষ তার সহজাত প্রবৃত্তি থেকেই বরাবর নিষিদ্ধ বিষয়ের প্রতি আকৃষ্ট। আমিও এই প্রবৃত্তির দাস, বলাই বাহুল্য। বইটি হাতে তুলে নিয়ে উল্টেপাল্টে দেখলাম। নারী, শিশু ও বঞ্চিত মানুষের অধিকারের কথা নিয়েই এই বই। বেশ ভালো লাগল। আরো বেশি ভালো লাগল বাসায় এসে বইটি পড়ার পরে।
লেখিকা জেসমিন চৌধুরী তার জীবনের প্রতিটি যুদ্ধের গল্প, যা তিনি জানতে পেরেছেন প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে, বেশ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছেন ‘এনেকডোটস’ আকারে। নারীর আজীবনের সঙ্গী ঋতুস্রাব, নারী নির্যাতন, ধর্ষণ, বিবাহবিচ্ছেদ, বহুবিবাহ, শিশু নির্যাতন, সমকামী মানুষের মনের যন্ত্রণা, ধর্মীয় সাম্প্রদায়িকতা-- এমনই বহু তথাকথিত নিষিদ্ধ বিষয় নিয়ে লিখেছেন এই ‘নিষিদ্ধ দিনলিপি’। ব্যক্তিগত মতামত ও পর্যবেক্ষণ-মূলক এই বইয়ের বিষয়বস্তু রিসার্চ লাইব্রেরীতে নয়, বরং বাস্তব জীবনের বিভিন্ন পরিস্থিতিতে ঘটেছে। প্রতিটি লেখার সাথে কোনো না কোনো বাস্তব ঘটনা বেশ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লেখা। তাই পড়তে গিয়ে যেন বিষয়গুলো আরো বেশ ভালোভাবে উপলব্ধি করা যায়। মনে হয় এ আমার, আমাদের, আমাদের এই চারিপাশের মানুষগুলোর অব্যক্ত মনের কথা।
বইটির কোথাও পড়তে গিয়ে মনে হয়নি যে এই বিষয়টিকে লেখিকা একপেশে করে ভেবেছেন। কারণ তার প্রতিটি উক্তির সাথে রয়েছে বাস্তব উদাহরণ এবং যুক্তি। যেখানেই মনে প্রশ্ন ওঠার সম্ভাবনা রয়েছে, ঠিক তার কয়েক বাক্য পরেই রয়েছে সেই প্রশ্নের উত্তর। তাই বইটি পড়া শেষে মনে আত্মতৃপ্তি আসে।
প্রথমবার বইটি যখন পড়ি, তখনই খুব ইচ্ছে করছিল একটি পর্যালোচনা লিখব। কিন্তু তখন সেই সুযোগ ছিল না বিধায় আর লিখতে পারি নি। যখন হাতের কাছে ডিভাইস, ইন্টারনেট সংযোগ পেলাম তখনো কেন যেন লেখা হয়ে ওঠে নি। এরপরে দ্বিতীয়বার পড়লাম। আবারো ইচ্ছে হল একটি পর্যালোচনা লিখি। কারণ এই বইটি পড়লে পাঠক হয়তো কিছুক্ষণ ভাববেন। কিছু দুর্বল নারী হয়তো সাহস পাবেন। আমাদের সমাজ হয়তো শিশু নির্যাতনের বিষয়ে আরো সতর্ক হবে। আর এর একটিও যদি আমার লেখার বদৌলতে একটিবারের জন্যও হয়, তবে আমি পুনরায় আত্মতৃপ্তি পাবো, যেমনটা পেয়েছিলাম ‘নিষিদ্ধ দিনলিপি’র প্রতিটি ‘এনেকডোটস’ পড়ার পড়ে।
বইটি রকমারী থেকে কিনতে পারবেন। 

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট
Mahbub Muntahar
October 6, 2020 at 3:43 PM

সমকামিতা,ধর্ষন, পতিতালয় এই বিষয়গুলো নিষিদ্ধ নয় মোটেও। এই বিষয়ে লিখুন,বিশেষভাবে ধরুন পতিতার জীবনি বা একজন ভালো মেয়ের বখে যাওনা নিয়ে লিখুন।
Mahbub muntahar

Reply
avatar
সুমনা ফেরদৌসী
October 6, 2020 at 11:49 PM

সুন্দর রিভিউ। কিনবো অবশ্যই।

Reply
avatar
Anonymous
October 12, 2020 at 3:03 PM

কোথায় পাবো বইটা

Reply
avatar
রশিদ তালুকদার পিয়াল
October 21, 2020 at 11:32 PM

নিষিদ্ধ আরও কিছু বিষয় নিয়ে লিখুন না। আমরা আরো সেক্স চাই, খুন ধর্ষন চাই। সব মিলিয়ে ঝংগা চাই

Reply
avatar
Anonymous
October 26, 2020 at 9:23 AM

নিষিদ্ধ বইয়ের লিস্ট কি পাওয়া যাবে আপনার নিকট?

Reply
avatar