‘উহ্, কি ভয়ংকর কান্ড। কারেন্ট পোকা নামের একধরণের পোকা সব ধান টান খেয়ে ফেলছে। উহ্ বাবা, বাদামী গাছ ফড়িংও আছে! ঢ্যাপ্ আবার কি জিনিস? একর প্রতি ফলন হয়েছে মাত্র তিনমন ধান ! হায়, আমরা খাব কি তাহলে! এতো দেখছি পোকদের বিরুদ্ধে মিলিটারি পাঠাতে হবে। প্রয়োজন হলে জাতিসংঘ বৈঠক বসাতে হবে, এরতো একটা সুরাহা করা দরকার,তাইনা?’
‘ জ্বি, মামা। আমার মনে হয় একটা পুরস্কার ঘোষনা দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, মামা।’
মামা...