অমৃতা চট্টপাধ্যায়ের কবিতা



ফিরব বালকবেলা

অনেক দিন পর তোমায় লিখতে বসলাম-কেমন আছ?
শুনতে পাচ্ছ বালকবেলা?
আমকাসুন্দি রদ্দুরে দাও তুমি?
ঠাম্মার ছাদে বাড়ি পাহারায় আজও থাকো?

ইস্কুল পালিয়ে মাঠে ঘাটে খেলো?
আচ্ছা বালকবেলা, মহিম দারোয়ান আজও আছে?
এক্কা দোক্কার ঘর, কুমিরডাঙ্গা সব আজও আছে?
সন্ধে হলে দলছুট পায়রার মতো ঘরে পড়তে বসা
অঙ্কে ভুল হলেই মায়ের সেকি ধমক, আজও আছে?
তুমি যে বলো বালকবেলা
মোটেও ভাল নয়
তার থেকে এই বেশ
ডাকপিওন তোমার কাছে যায়? নাকি এই নেটমেলের যুগে
ওরাও পর হয়ে গেছে?
জানো বালকবেলা, আমার কিন্তু এই বেশ লাগে
আবার যদি ইস্কুলে যাই
মায়ের ধমক খাই
একটু এক্কা দোক্কা খেলি
দীর্ঘক্ষন তোমার সঙ্গে
নদীর মতো হই।


চলে গেছে ঢোলওয়ালীর দল    

চলে গেছে ঢোলওয়ালীর দল
ওরা গান গেয়ে চলে গেছে
চলে গেছে ঢোলওয়ালীর দল
মেঘ, নদী ওরাও নেই
কুমুদ সহজেই চিনে নেয় রাজপথ
আর কিছুক্ষন পরই ফিরব বাড়িতে
ফিরেই দেখলাম, কোথাও কোন বৃষ্টি নেই
ওর মুখ জুড়ে যেন বনের এক রঙ লেগেছে
খুব ফিকে
ওরা গান গেয়ে চলে গেছে
চলে গেছে ঢোলওয়ালীর দল

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট