ছায়াপথে ফিরো
আমি অসাধারন
হওয়ার চেষ্টা করিনি
তোমার কাছে
ভ্যানগগ বা
তোমায় খোঁজার চেষ্টা করিনি
একটু নিখাদ ভালোবাসার
দরজা খোলা চেয়েছিলাম,
আর অঞ্জলিপূর্ন
সামান্য তরল অনুরাগ
দুয়ারে বসে
যে বাউল গান শোনায়
তার দোতারার করুন সুরে
তোমায় ভেবেছি অনেক।
না, আমি অসাধারন
হওয়ার চেষ্টা করিনি...
নদীর ঠান্ডা
বাতাস তোমার চুলের
সুবাস বয়ে এনেছিল
সেই ঘ্রান বুকে
করে বাঁচার স্বপ্ন
দেখেছি সারা রাত....
অলীক কল্পনার
ভাঁজে ভাঁজে
কথা জমিয়ে রেখেছি....
ছিন্ন হওয়া
সম্পর্কের পদচিহ্ন
আদর করে তুলে
রেখেছি আলমারিতে
ভাবি, যদি কোনদিন
ছায়াপথে ফিরে আসো!
দারুন কবিতাটা । ছায়াপথ নামটা বেশ ভাল। লেখার সাথে নামের বেশ মিল আছে।
Replyএখানে কি নাম লিখতে হবে?
সাজমা জামান