অনাবৃত কর..............আশিকুর রহমানের কবিতা

অনাবৃত করো সেই জ্বলন্ত
আবরণ
পৃথিবী মহা অসুখে
আজ, নিদারুণ অন্ধকার চারিদিক;
আমিও ঝাপসা দেখি
পৃথিবীর মতো ঢের অসুখ
আমারও আজ।
অনাবৃত করো এই আমারই
পায়ের শিকল
আমি ছুটে পালাই
কাস্তে, কোদাল আর লাঙ্গল কাঁধে নিয়ে আমিও
চাষ করি প্রেয়সীর
একহাত উর্বর বুক।
অনাবৃত করো এই আমার
কণ্ঠনালি
মইষার শিঙার মতো আবার
বেরিয়ে আসুক কণ্ঠস্বর
আমরা বেরিয়ে পড়ি
আমরা খুঁজে ফিরি সেই
হারিয়ে যাওয়া প্রাণচঞ্চল দিনগুলো।
অনাবৃত করো আমাকে।
অনাবৃত করো আমাদের
সবার।
আমরা আরো একবার জেগে
উঠি উদ্দাম ঢাকের শব্দে
এই ধ্বংসস্তূপে উৎকীর্ণ

পৃথিবীর বুকে
তারপর স্মৃতি বিস্মৃতির জরাজীর্ণ দেয়াল পেরিয়ে
আমরা জয় করি মহা পৃথিবী।



শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট