বর্ষা তুমি অনন্যা.....................ইরিনা প্রান্তি (ঈদ সংখ্যা ২০২০)

র্ষণমুখর দিনে রিমঝিম শব্দ শুনতে কার না ভালো লাগে! কোথাও পুকুরপাড়ে রিনিঝিনি শব্দ, পত্রপল্লবের ওপর টাপুর-টুপুর, টিনের চালে ঝাপুর-ঝুপুর শব্দে মন যেন বিহ্বল হয়ে পড়ে। ষড়ঋতুর মধ্যে সবচেয়ে সমৃদ্ধ ঋতু হলো বর্ষা। বাংলা সাহিত্যে বর্ষার প্রভাব ব্যাপক। বর্ষা যে কত সৃজনশীলতা, আবেগ ও সৌন্দর্য নিয়ে হাজির হয় তার ইয়ত্তা নেই! লেখকের সৃষ্টি যেন ভিন্নমাত্রা পায় বর্ষাকে ঘিরে। বর্ষাকে কেন্দ্র করে লেখা কবি-সাহিত্যিকদের গল্প, গান, কবিতা, প্রবন্ধ বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ হয়ে আছে। বর্ষায় প্রেম-বিরহ, ভাবাবেগ ফুলে-ফেঁপে ওঠে। আষাঢ় মানেই যেন বর্ষণমুখর দিন। আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল হলেও এর পরিধি আরও ব্যাপক ও বিস্তৃত। গ্রীষ্মের তীব্র দাবদাহে জনজীবন যখন অতিষ্ঠ হয়ে ওঠে তখন বর্ষার প্রার্থনা যেন অবধারিত হয়ে ওঠে। বর্ষা প্রকৃতিকে সতেজ, সিøগ্ধ, কোমল আর উজ্জ্বল করে তোলে। মরা নদীও বর্ষায় জেগে ওঠে তার রূপ-যৌবন জানান দিতে চায়। নদ-নদী তার যৌবন ফিরে পায় বর্ষায়।
নদীর ময়লা-আবর্জনা, দুর্গন্ধ, কালো জল যেন হারিয়ে যায় বর্ষার নাচনে। প্রাণ ফিরে পায় প্রকৃতি। প্রকৃতির রানী বর্ষা। শিল্পরসিক মন বর্ষার বিচিত্রতায় অভিভূত হয়ে যায়। এক কথায় প্রকৃতিকে মন ভরে উপভোগ করতে অপরূপ সৌন্দর্য নিয়ে হাজির হয় বর্ষা। শহরের চেয়ে গ্রামের মানুষ বর্ষাকে যেন একটু বেশি করে উপভোগ করে। বাংলাদেশ যে নদীমাতৃক দেশ এটা পূর্ণতা পায় বর্ষাকালে! বর্ষায় গ্রামগঞ্জের মাঠ-ঘাট, নদী-নালা, খাল-বিল, হাওর-বাঁওড়, জলাশয় ভরে ওঠে। ছেলেপুলেরা খেলাধুলায় মত্ত হয়ে ওঠে। গ্রামের পথ-ঘাট কাদাজলে মাখামাখি হয়ে যায়। কোথাও আবার পানিবন্দি হয়ে পড়ে মানুষ। বৃষ্টিবিলাসে নববধূ, প্রেমিক-প্রেমিকার মন উদাস হয়ে ওঠে। শহুরে জীবনে বর্ষণমুখর দিনে জীবনযাত্রা কিছুটা হলেও গ্রামের চেয়ে ভিন্ন! শহুরে জীবনে বর্ষা মশার উৎপাত বাড়িয়ে দেয়! ব্যস্ত জীবনের ছুটে চলা হঠাৎ থামিয়ে দিয়ে বর্ষা ভিন্নমাত্রা যোগ করে। ভারী বর্ষণে নগরজীবনে জলাবদ্ধতা আর যানজটের সেই চিরচেনা দৃশ্য দেখা যায়!
অনেকে বাড়ির ছাদে ওঠে বর্ষাকে উপভোগ করে। অনেক সময় ছেলেমেয়েরা বৃষ্টিবিলাসে এদিক-ওদিক ছুটে বেড়ায়। জানালার পাশে কোনো প্রেয়সী উদাসমনে ভাবে তার প্রিয় মানুষের কথা। অন্যভাবে চিন্তা করলে বর্ষণমুখর দিনে দিনমজুরের ললাটে চিন্তার ভাঁজ পড়ে। কাজ কমে যায়। বর্ষায় গ্রামগঞ্জের খাল-বিলে শাপলা ফুল ফুটে। কৃষক সেচ কাজের জন্য বর্ষার অপেক্ষায় থাকে! পালতোলা নৌকা হাওয়ার বেগে আপন মনে বয়ে যায়। ভরা যৌবন পাওয়া নদীতে নৌকাবাইচের আয়োজন করা হয়। বর্ষায় প্রেমিকের হাতে ওঠে কদমগুচ্ছ। প্রেয়সীর খোঁপায় স্থান পায় কদমফুল। ভাবুকের মন আরও বেশি উদার ও প্রেম-ভালোবাসায় ভরে ওঠে! এ সময় প্রকৃতিতে ফুটে ওঠে হরেক রকমের ফুল। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, ‘বাদল দিনের প্রথম কদম ফুল।’ কদম, কেয়া, শাপলা, পদ্ম, দোলনচাঁপা, ঘাসফুল, কুমড়া ফুল, ঝিঙেফুল, কচুফুল, কেশরদাম, পাতা শেওলা, পাটফুল, বনতুলসী, নলখাগড়া, হেলেঞ্চাফুল, অর্কিড, কলমি ফুল, ফণীমনসা, গোলপাতা ইত্যাদি ফুল প্রকৃতিকে আরও মোহিত করে তোলে। বর্ষাকালের ফলগুলোও পুষ্টিগুণে ও রসে ভরা থাকে। বর্ষাকালে পর্যটন স্থানগুলো আরও বেশি উপভোগ্য হয়ে ওঠে। বর্ষা পাহাড়ের প্রকৃতিকে যেন অতি বেশি আকর্ষণীয় করে তোলে। বর্ষাকে ভালোবাসার ঋতু বললেও অত্যুক্তি হবে না! বর্ষা ছাড়া প্রকৃতি যেন পূর্ণতা পায় না। বলা যায় বর্ষা, প্রকৃতি-পরিবেশ ও সৌন্দর্য একই সরলরেখায় বাধা। বর্ষার নাচন মানবমনে এক রহস্যময় আবেগ তৈরি করে। বর্ষায় চারপাশ ধুয়ে-মুছে পরিস্কার হয়ে যায়। প্রশান্তির পরশ বুলিয়ে দেয় বর্ষা। মাঝে মাঝে আবার প্রকৃতি যেন তার ব্যাকরণ ভুলে যায়! গ্রীষ্মকালে খরার কবল থেকে বাঁচতে কোথাও বৃষ্টিবন্দনাও দেখা যায়। বাংলাদেশের ওপর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে বর্ষার ব্যাপকতার প্রভাব বেশ লক্ষণীয়।
বর্ষা নাগরিক জীবনে আবার অস্বস্তি নিয়েও হাজির হয়! ঝড়, বন্যা, পাহাড় ধসসহ বিভিন্ন দুর্যোগে এলোমেলো হয়ে যায় জনজীবন। বর্ষায় বৃক্ষপ্রেম জাগ্রত হয়ে ওঠে। বর্ষাকাল গাছ লাগানোর উপযুক্ত সময়। জলবায়ুর বিরূপ পরিবর্তনের এই সময়ে বৃক্ষসম্পদ সংরক্ষণের পাশাপাশি বৃক্ষরোপণে উদ্বুদ্ধ হওয়া দরকার। আমাদের শিক্ষার্থীদের বর্ষার সৌন্দর্য উপভোগের পাশাপাশি বৃক্ষরোপণে জাগ্রত করতে পারলে প্রকৃতির প্রতি তাদের ভালোবাসা তৈরি হবে। প্রকৃতি-পরিবেশের সঙ্গে আমাদের বেড়ে ওঠার সম্পর্ক রয়েছে। মাটি, গাছপালা, পশু-পাখি, নদী-নালা সর্বোপরি প্রকৃতিকে আমাদের ভালোবাসতে হবে। প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতির সঙ্গেও আমাদের সৌন্দর্য ও ভালোবাসার মেলবন্ধন তৈরি হবে। বর্ষা আমাদের জীবনে অশান্তিকে দূরে ঠেলে শান্তির বারতা নিয়ে আসুক।

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট