সাক্ষী স্বরূপ চড়ে বসে আছে হাওয়া
কি মারাত্মক আমাদের জীবন
আর মানবতার দুটো কোণ
আমি জনতার সামনে আয়না ধরলাম
তারা যদি তাদের প্রভুকে দেখতে পায়
আমাদের জীবন নাকি প্রজাতান্ত্রিক দাসত্ব
নিরব রাত্রি আরো নিরব
চাঁদ যেটুকু আমরা ভাগে পেয়েছি
সমুদ্র থেকে পাহাড় পাহাড় থেকে সমুদ্র
মেঘ পাথরনামা একটি বই
যার প্রস্তাবনায় রয়েছে সূর্যের মূর্তি
আমি আলোর ব্যবসায়ী সূর্যের কাছে থেকে
এক পেয়ালা আলো চাই
বিনিময় মূল্য আমার হৃদয়
মৃত্যুকে রাখবো বলে
সর্বশেষ শূন্যতাও আমার জানা নেই
মহাজগতের কেন্দ্রে থাকা জনতা
তোমাদের চোখের দলিল কুচিকুচি করে ভাসিয়ে দাও
ওই জলের ওপর কেঁদো না মানুষ
আমাদের রক্ষী আমাদের হাত