আকাশে প্রশিক্ষণপ্রাপ্ত ঈগল উড়ছেআর ওই ঈগল গুলোর ওপর বায়ুমণ্ডলেরসাক্ষী স্বরূপ চড়ে বসে আছে হাওয়াকি মারাত্মক আমাদের জীবনআর মানবতার দুটো কোণআমি জনতার সামনে আয়না ধরলামতারা যদি তাদের প্রভুকে দেখতে পায়আমাদের জীবন নাকি প্রজাতান্ত্রিক দাসত্বনিরব রাত্রি আরো নিরবচাঁদ যেটুকু আমরা ভাগে পেয়েছি সমুদ্র থেকে পাহাড় পাহাড় থেকে সমুদ্র মেঘ পাথরনামা একটি বই যার প্রস্তাবনায় রয়েছে সূর্যের মূর্তি আমি...